তুমি আমায় ভুলে যেও এক পাতা ঝরার মরশুমে
আমি আকাশের নক্ষত্র সাজাই গভীর রাতে এসে,
তুমি শুকিয়ে যাওয়া গোলাপ কাঁটায় রক্তলিপি লিখে
দু-একটা স্বপ্ন এঁকে আমায় মিথ্যে ভাবো অনায়াসে।
আমি হলুদ কাগজের ভীড়ে হারিয়ে যাওয়া ভালোবাসা
থার্মোমিটারের পারদ চড়ছে তোমার একাকিত্ব জুড়ে,
সেদিন আমার সারা শরীর বরফের মতো প্রচন্ড ঠান্ডা
আমার 'স্বপ্ন' শেষে পড়ে ছিল পলিথিনের পেপারে মুড়ে।
তুমি কি কাপুরুষ ছিলে নাকি সবটাই তোমার লেখা
আমি হয়ত আবার ফিরব কখনও 'তদন্ত' হাতে নিয়ে
সব সত্য বেরিয়ে আসবেই ফাইলগুলোর ধূলো ঝেড়ে,
'ভালোবাসা' সেদিন 'অভিশাপ' হবে তোমায় শান্তি দিয়ে।
আজ আমি যাকে ভালোবাসি সে তোমার মতো ভীতু নয়
আমি সাহসী এক কালপুরুষ'কে ভীষণ ভালোবেসেছি,
জানি ও আমার সঙ্গে থেকে যাবে আরও এক সহস্র যুগ
আমি তারই পদতলে দাঁড়িয়ে আছি হয়ে তার প্রেম দাসি।
২৭ শে ডিসেম্বর, ২০২৩
চিতুড়ী, স্বরূপনগর