তুমি শুধু হাত ধরো, আমি পাল্টে দেব পৃথিবীর রং
বদলে দেব যত রক্তময় হৃদয়ের বিদারিত রূপ,
হয়ে যাবে এই নিশ্চল পৃথিবী গোধূলি মাখানো সবুজ
প্রতিহিংসার নরম মাংসে লুকিয়ে ওরা, থাকবে চুপ।
কাঁটাতারের বেড়া টপকে ওরা গিয়েছে মুত্যুর খুব কাছে
জানেও নি কখনও বেঁচে থাকার মাঝেও আছে স্বর্গসুখ,
যে স্বজন হারা্ আজও তার জন্মদাগ পারিনি লুকাতে
যদি চাইতো সে বেঁচে থাকতে, দেখাতাম পৃথিবীর মুখ।
মাথা তুলে আবার দাঁড়ায় সেই মাড়িয়ে যাওয়া ঘাসের ডগা
ভোরে এক ফোঁটা শিশির তার ডগায় হীরের মতো জ্বলে
তুমি শুধু সঙ্গে থেকো, পাল্টে দেব আইনের প্রত্যেক লাইন
জানবে সবাই, উপযুক্ত চাপ তাপে পাথরও কীভাবে গলে !
যখন কালো ধোঁয়ায় আকাশ ছেয়ে যাবে, পাল্টে নীলাকাশ
মেঘ ভেঙে অ্যাসিড ঝরবে, পৃথিবী জ্বলবে দহন জ্বালায়,
তখন আমি নয় বরং তোমরা একটু সচেতন হয়ে দেখো
'নিজেরা একটু বদলালেই পৃথিবী নিজের মতো বদলে যায়।'
৪ ঠা নভেম্বর, ২০২৩
চিতুড়ী, স্বরূপনগর