তুমি কি বলতে পারো আমি নিজেকে আর ঠিক কতটা ভাঙব !
নিজেকে আর ঠিক কতটা ছিন্ন ভিন্ন করলে তুমি চুপ থাকবে ?
কাগজের মতো সহজে দুমড়ে মুচড়ে আমাকে ছিঁড়ে দিচ্ছে সবাই
স্বার্থপরতার কালো টিপ পড়ে, কীভাবে তুমি আমার খেয়াল রাখবে ?
আমি নিজেকে অনেক ভেঙেছি, হারিয়ে গিয়েছি এক অচেনা শহরে
এখানে আমার চেনা শুধু ঈদের পূর্ণ চাঁদ আর রাতের গাঢ় অন্ধকার,
চাপা কষ্টের চিৎকার শুনে ছুটে আসে আমার কাছে, অস্পষ্ট কন্ঠস্বর
আমি মরে যাই, জেগে উঠি, শ্বাস রুদ্ধ হয় তারপর মরে যাই আবার।
তোমায় খুঁজতে গিয়ে বারবার নিজেকে হারিয়ে ফেলেছি, নিজের থেকে
এখন তোমার জন্যই এ জীবনের প্রতি এসে গিয়েছে এক চরম অবজ্ঞা
সফলতার শিখরে থাকতে চেয়ে আজ তার পাদদেশের কুড়িয়ে পেয়েছি
আমি এটাই মানতে রাজি, সময়ের অবহেলায় হোক এটাই আমার সাজা।
তুমি আর আমাকে ভাঙতে বলো না, আমি হেরে গিয়েছি সমাজের কাছে
আমি সেই অচেনা শহরে রাজা হতে গিয়ে হয়েছি ক্ষুদার্ত কাঠ পিঁপড়ে,
নিজের রক্ত মাংসে আমি নিজের খিদে মেটায়, আমি বেইমান নরখাদক
আমায় ভুলে যাও না হলে কিন্তু হারিয়ে যাবে পৃথিবীর বুক থেকে অচিরে।
১০ ই এপ্রিল, ২০২৪
চিতুড়ী, স্বরূপনগর