তুমি শুধু হাত ধরো, আমি পাল্টে দেব পৃথিবীর রং
বদলে দেব যত রক্তময় হৃদয়ের বিদারিত রূপ,
হয়ে যাবে এই নিশ্চল পৃথিবী গোধূলি মাখানো সবুজ
প্রতিহিংসার নরম মাংসে লুকিয়ে ওরা, থাকবে চুপ।
কাঁটাতারের বেড়া টপকে তুমি গিয়েছো মুত্যুর খুব কাছে
জানোও নি কখনও বেঁচে থাকার মাঝেও আছে স্বর্গসুখ,
যেখানে আবেগের থেকে বিবেকের দংশনে জ্বলে বেশি
তবুও বেঁচে থেকো, শেষবার দেখে যেও এই বাংলার মুখ।
তুমি শুধু পাশে থেকো, আমি পাল্টে দেব বাংলার দূর্ভিক্ষ
যেখানে মাটিও নিজেদের মধ্যে বিবাদ করে যাচ্ছে সরে,
যেখানে মাটিকে ভেজাতে আকাশ থেকে বৃষ্টি নামে নি।
তুমি থেকো যাও, শেষবার শুধুমাত্র এই বাংলার দরকারে।
মৃত্যু তো কোনো সমাধান নয়, আসলে সে তো পরাজয়
আমার সাথে একটু থেকো যন্ত্রণার শেষ সাক্ষর হয়ে,
মনে রেখো এই নৈরাজ্যের দেশে তোমাকে খুব প্রয়োজন
না হলে আমিও একদিন হারিয়ে যাবো বাংলার এই অবক্ষয়ে।
১ লা ডিসেম্বর, ২০২৩
চিতুড়ী, স্বরূপনগর