অলস ঘড়িটাও আজকাল তোমার হাতে মানিয়েছে খুব ভালো
কেবল এক সাথে পথ চলাই কি ছিল এই ভালোবাসার নির্যাস?
হাতের উপর হাত রাখলেই অনুভূতিগুলো থাকে না পাথর চাপা
আমার সূর্য পোড়া ছাইয়ে আবার জন্ম নেবে আমাদের অবিশ্বাস।
ভুলে যাব না হয় তুমিও একদিন ছিলে এ ভাঙা হৃদয়ের ওপারে
পার্কের কিছু ফাঁকা বেঞ্চ অবিরাম লিখে চলে প্রথম লুকানো চুম্বন,
এই নীল আকাশের কোলেই আবার শুধু একলা থাকার জন্যই
নিকোটিনের ধোঁয়ায় পুড়িয়ে দিক এই আগুন ছোঁয়া ঠোঁটের কোণ।
পাখিদের কলরবে আর কখনও রাখতে চেও না আমার বুকে মাথা
আমি আজ আমার লম্বা ছায়ায় খুঁজে পেয়েছি এক অস্তগামী আগুন
বিপ্লব আর বিদ্রোহের ঐকান্তিক সমাহারে গড়ে উঠুক এক স্বপ্ন নগরী
মুছে যাক যা কিছু আছে তোমার - আমার আর আমাদের অভ্যন্তরীণ।
আমি গান গাই বিপ্লবের, গান গাই সাম্যের, এক আন্দোলনের নবোদয়
অধিকার তো ছিনিয়ে নেওয়ার, জানি কখনও হবে কোনো মীরাক্কেল,
আমি আজ না হয় কাল ঠিক চলে যাব, মুছে যাবে সব ভালোবাসা
শুধু থেকে যাবে সেই লুকানো চুম্বন আর এক আগুন পোড়া বিকেল।
১৯ শে অক্টোবর, ২০২৩
চিতুড়ী, স্বরূপনগর