খুব শীঘ্রই তোমার সাথে আমার বোধ হয় বিচ্ছিন্ন হবে
যোগাযোগ হয়ে যাবে একটা পাল্টি খাওয়া মেট্রো রেল,
মাধ্যকর্ষণের টানে রক্তের স্রোত কেন্দ্রের দিকে ছুটছে
মেরুদণ্ড ঝুঁকেছে অনেক, ভালোবাসাও ছিল যে অঢেল।
তুমি বোধ হয় আগের জন্মেও আমার খুব কাছের ছিলে
কষ্টগুলো, যন্ত্রণাগুলো দেখে যেন মনে হয় খুব চেনাজানা,
আমার হাতের জীবনরেখা আজ যেন মৃত্যুর দিকে ছুটছে
কিছুই তো করিনি কখনও যা তুমি করেছো আমায় মানা।
তবে দোষ কোথায়, শুধু শুধু হিংস্র হয়ে উঠছে ভালোবাসা
আমি যেন আর কোনো প্রেমিক নই, হয়ে গেছে কবে যন্ত্র!
অন্ধকারে আজ শুধু লুকিয়ে থাকা একটি ছায়াকে খুঁজে মরি
যার কাছে জানি করবে না কাজ কোনো সাধনা, তন্ত্র বা মন্ত্র।
তোমার সাথে আমার বোধ হয় আর দেখা হবে না কোনোদিন
তুমি শুধুমাত্র তোমার জন্য গড়েছো এক ভালোবাসার শহর
তোমার ধিক্কার ভুলিয়েছে আমায় তোমার আমার স্মৃতিকথা
ভেঙেছি তোমার চিনের পাঁচিল, গড়তে আমার মায়াবী নগর।
২৮ শে জানুয়ারি, ২০২৪
নিত্যানন্দকাটি, চিতুড়ী