ছিয়াত্তরের মন্বন্তর

কয়েকদিন ধরেই স্বপ্নে ভীড় করে আসছে দুশ্চিন্তা,
'কয়েকশো হাজার কোটি' টাকা দেনায় ভরাডুবি বাংলা
খুব শীঘ্রই আবার 'ছিয়াত্তরের মন্বন্তর' এর সাক্ষী হব আমি
আমার ঘুম আসছে না, মাঝরাতে 'ডায়াজিপাম' খেতে হচ্ছে
এ বাংলাকে আমরা কোনদিকে ঠেলে দিচ্ছি?
মনে হচ্ছে আমি যেন
এক ধ্বংসাত্মক প্রজন্মের পিতা, ব্যক্তি স্বার্থের লোভে তুষ্ট,
ভবিষ্যতের চিন্তা মুক্ত সমাজের খলনায়ক,
স্বপ্নে আমার ফিরে আসে সেই 'ছিয়াত্তরের মন্বন্তর'।