দিগন্তের দুস্তর পারাবার শেষে
আসছে ভেসে কুহেলির প্রগাঢ় প্রহেলিকা।
জোনাকি'ও বারে বারে হচ্ছে বিচলিত
ছড়াতে তার নির্লিপ্ত ক্ষুদ্র দীপ্তি,
হাতি'ও নড়বড়ে জানেনা তার স্থান,
আগুয়ান অবিকারী চিতা ভস্মের অগ্নি শিখা।
নুড়ি-পাথর'ও নেই, আছে কেবলাত্মা
হৃদ কমলের শঙ্কা-ডঙ্কা দুই ভাই;
ভবিষ্যৎ জুঁই-বেলি'ও আজ নত
নির্ভয়ে পারছেনা ছড়াতে তার সুঘ্রাণ।
ইট-কাট-লোহা-লক্কর ঘেরা,
চেতনা দীপ্ত থেকে বেরোচ্ছে কৈবল্য
প্রকান্ড কুহেলির প্রহেলিকা
অবিশ্রান্ত প্রহেলিকা।।
(Mon, Oct 28, 2024, 2:10 PM)