পৌষের শেষ বেলা
মোদের গাঁয়ের মেয়ে-
টুসু এলো গো,
ওগো টুসু এলো গো।
তোরা শঙ্খ বাজা
উলু বাজা লো।
আজ সারারাত মাতব মোরা
সঙ্গে করে টুসু লইয়্যা,
মোদের টুসু এলো গো
পৌষের শেষ বেলা।
সকাল বেলায় যাবো ঘাটে
গানের ডালি নিয়ে,
সঙ্গে থাকবে টুসু'মণি
আরো ছেলেপুলে।
ওলো তোরা শঙ্খ বাজা লো
উলু দেলো লো,
বছর পরে ঘরের মেয়ে
টুসু এলো গো।
নতুন ধানের পিঠা হবে
সঙ্গে হবে পায়েস,
আয়েসে'তে খাবো সবাই
মানবোনা গো ভেদ।
ওগো তোরা শঙ্খ বাজা উলু বাজা
ঘরে তুললো মেয়ে,
পৌষের শেষ বেলা
টুসু এলো দোরে।
নতুন শাড়ি নতুন জামা
দেব সবাই গায়ে,
মানবোনা আর কোনো বিভেদ
যাবো সবাই সাথে-
বিকেল বেলা নদীধারে।
দেখবো মেলা খাবো ঝুড়ি ঝুড়ি,
চল টুসুকে ঘরে তুলি।
(Mon, Jan 13, 2025; 10:57 PM)