বিদ্যার সাগর তুমি
জন্মেছিলে বীরসিংহে।
পিতা তোমার ঠাকুরদাস,
মাতা ভগবতী।
করুণা তোমার স্বর্গ সম
নেই কোনো কৃপণতার বড়াই।
ধন্য মোরা-
তোমার মতো মানুষ পেয়ে;
বুঝেছিলে তুমি নারীদের ব্যাথা,
তাই করেছিলে বাল্য বিবাহের বিনাশ।
আবার,
          একাদশী-পূর্ণিমা-অমাবস্যা থেকে সরিয়ে
দিয়েছিলে বিয়ে বিধবার,
সমাজে'তে পরিচিত যা-
বিধবা বিবাহ নামে।
করিতে মেয়ের শিক্ষার প্রসার
গড়ে ছিল বালিকার বিদ্যার আলয়।
ফুল যেমন দেয় শোভা,
গাছ যেমন ছায়া;
তেমনি তুমি যে আদি অনন্ত
সুশোভিত স্নিগ্ধ বাগান।
হিমালয় সম দীর্ঘ তুমি,
সাগর সম দাতা,
করিতে শিক্ষার প্রসার
রচিছিলে বর্ণপরিচয়, কৌমুদী
সহ কত কিতাব।
হে পন্ডিত,
              তোমারে জানাই সেলাম।।