দুইটি ছিল চড়ুই পাখি
ঘুলঘুলি পর ঘুলঘুলি।
গাছের ডালে, খড়ের চালে,
ছিল তারা মস্ত খুশি।
করতো সদাই খুনসুটি,
কিচ কিচ কিচ কিচিরমিচি।।

সকাল হলেই যেত উড়ে
ওই দূর গগন পরে।
ধানের খেতে, গমের খেতে,
ভোজ করতো হৃদয় খুলে।
ছিলনা তাদের কোনোই মানা
এই প্রকৃতির উদার ছায়ায়।।

রান্না ঘরে দেখলে বিড়াল
সারা পাড়া করতো মাথায়।
ভাড়ার ঘরে লোক দেখলেই
খেলতো লুকোচুরি।
তাদের খুনসুটি তেও ছিল না আড়ি,
তারা থাকতো বেজায় খুশি।।

কোথায় গেল দুইটি সখি,
কোথায় গেল খুনসুটি,
কিচ কিচ কিচ কিচিরমিচি!
হঠাৎ সেদিন ঘুমের ঘোরে
স্বপ্নে এলো ভেসে,
বলল তাঁরা দুইজনেতে-
“থাকা খাওয়ার উদার বাতাস
মিললো না ভাই এই দেশে,
তাইতো এলাম স্বর্গ পথে।।"
        (Sun, 23 March 2025, 10:55 A.M.)