বহিতে বহিতে হইয়াছে নদী শান্ত
পর পাড়ে আমি রহিয়াছি ক্লান্ত।
হাঁটিতে হাঁটিতে এই ভ্রান্ত মরু রন্ধ্র
কমল সম আঁখি মোর হইয়াছে অন্ধ।
হে দয়াময় ব্রহ্ম
আমি মানুষ হইতে চাই।
মানুষ হইয়া আমি-
বিবেক মন্ত্র পাঠ করিয়াতে চাই,
আমাকে মানুষ করিয়া দাও।
অকালে ঝরে পড়া মোর বৃন্ত,
যাহা জোড়েনি কোনো অন্ধ
তাহা আমি একাই লাগায়িব
পরপার হইতে আনিয়া নব বৃন্ত।
গাছে গাছে আছে ফুল
আছে শত শত নব মুকুল
চলমান আছে সবই,
মন্দির থেকে আসিতেছে ভেসে ঘন্টা ধ্বনি
মসজিদ থেকে আজানের বাণী
তবু পর পাড়ে একেলা সবই।
বহু মুকুল ফুলের আগেই যাচ্ছে ভেসে
অতল গভীর সাগর জলে,
আবার বহু ফুল
ডাকিয়াছে কবর হইতে।
তাঁরা যে কাঁদিতেছে অঝোর ধারায়
কেহ দেইনি তাদের কোনো স্থান।
আমি বিবেক চেতা মানুষ হইয়া
চিত্তে চিত্তে করিব তাহাদের মহান।
আমায় মানুষ করিয়া দাও।
আমি গঙ্গার জলে স্নান করিয়াছি
করিয়াছি নিজেরে সুদ্ধ।
আমি বুঝিয়াছি পূজার বেদি হইতে
সরাইতে হইবে সকল রন্ধ্র।
আমি মানবতার গান গাহিতে চাই,
মানুষ হইয়া মানুষের পাশে দাঁড়ায়তে চাই,
আমায় মানুষ করিয়া দাও।
আমি মানব হইয়াও, মানুষ হইতে চাই।।