কী অপরূপ সৌন্দর্য তোমার বেশ!
অদ্ভুত মনোমুগ্ধকর সুবাশ লেশ।
করেছে আমার চিত্ত চাঞ্চল্য,
অনন্যতা তোমার এ লাবণ্য।
মৃত ও গৃহ সজ্জিত হয় তোমায় দিয়ে,
তোমায় ব্যতীত অসম্পূর্ণ বিয়ে।
তবুও কেন তোমার স্থান নেই
অন্যের মতো দেবদেবীর পায়ে?
তোমার রজনীর আবেগময় সুবাশ,
করে আমার মনে আবেগ উচ্ছ্বাস।
সুগন্ধে আকর্ষিত হই তোমার প্রেমে,
মন চায় শুধু তোমার পাশেই রবে।।