এই তুমিটি কে!
প্রশ্ন ওঠে আমার ডায়েরি থেকেই, ছন্দের অনেক ফাঁকে
প্রশ্ন ওঠে চেনা-অচেনা বন্ধু কিংবা, তাদের প্রেমিকার মুখে
কেউ কেউ আবার সবজান্তা, পরিচিত 'তুমির' সাথে
অবাক করে তবু প্রশ্ন, এই তুমিটি কে!
আমি বলি - লেখক আমি,সময়ে বদলায় 'তুমি'
তোমাদের জীবনের গল্প অবলম্বনে,নিজেকে লিখি আমি
আজিংকিয়া - অপরাজিতার, ছন্দের অজুহাতে
তোমাদেরই কারো গল্প লিখি,নিজেকে সামনে রেখে।।
বাস্তব আমার ভালো লাগে, কল্পনাও খারাপ নয়!
বাস্তবেই নাকি আমি বহুরূপী,ওঠে হাজার সংশয়।।
তোমাদের প্রেমের ব্যক্তিগত, আজ সংরক্ষিত ফোনে
খুঁজে দেখ নিজেকে একবার, প্রশ্ন করো মনে
প্রেম মানেই আকাশে তার গোনা,তোমরা বলে তোমরা গোন
আমি কেন লিখি এসব,আজ বলি তবে শোন-
তোমাদের কাছে প্রেম মানে,এই সন্ধ্যে,এই সূর্য ওঠা
পুরনো প্রেমের রাতের সাক্ষী,জলের কয়েক ফোঁটা
সিগারেট ঠোঁটে পরিবর্তিত প্রেমের সাথে,গল্পে যখন মত্ত
ছন্দের মোড়কে মুড়ে ফেলি, তোমাদের পুরনো সত্ত।।
প্রতিনিয়ত পরিবর্তন, মন্দ নয় সে ভালো
জীবন কবিতায় ছন্দ পতনে, এমন কতই না হল
হিসেব দেবে ঘড়ির কাঁটা,নিরবতাই আমার স্বভাব
যুক্তি যেখানে অচল সেখানে, চুপ থাকাটা জবাব।।
না না লেখক আমি,এসবই কল্পনা,তাই হয়তো মিথ্যে
কেন তবে আবাক প্রশ্ন, এই তুমিটি কে!
জানো কল্পনা আমি লিখিনা কখনও, আজব লাগে তাকাতে আকাশে
নিজেকে মনে হয় যন্ত্র-মানব, ছন্দ লাগে ফ্যাকাশে
ক্রাশ-প্রাশ বুঝি না আমি,শুধু বুঝি ভালোবাসা
আমার যেখানে শুরু হয় লেখা, সেথায় শেষ তোমাদের আশা
জানি তোমাদের পছন্দ মডার্ন গল্প, আবেগে তাই ভাসো না
তাই চোখের ওই অশ্রুধারা, বন্ধু-বিরহেও আসে না
আবেগে এখন শরীর বেচো, সেও কি প্রতিনিয়ত পাল্টায়!
উত্তর দেবে এই প্রশ্নের, থাকবো তবে অপেক্ষায়
না না লেখক আমি, এসবই কল্পনা, তাই হয়তো মিথ্যে
হঠাৎ করে আবার প্রশ্ন করোনা, এই তুমিটি কে!