১৯ শেষে ২০ তে পা , বদলে গেছি আমি
কবিতায় ছন্দের অভাব , আর কল্পনায় পাগলামি
অতীত আজ আবঝা ডায়েরি , আবেগ শূন্য ভাষা
কে ছিলাম আমি - এখনই বা কে , সবই যেন ধোঁয়াশা
আজকের প্রজন্ম অনাসৃষ্ট , ব্যর্থ রচতে সাহিত্য
পাঠকের অভাবে খালি পাতা , রচয়িতাও শত  গত।।

স্পর্ধার মাথা নুইয়ে পেয়েছে , ভবিষ্যৎ ও মুখ ফিরিয়ে
২২ শেষে ২৩ সে পা , সহস্র নিরাশা ছাড়িয়ে
মান্ধাতার অভিশাপ আঁকড়ে ধারা , নবজন্মের বায়না
সম্পর্কের বাঁধন গলায় পেঁচিয়ে , ব্যাধির অসহ্য যন্ত্রনা
অতীতের হাত ধরে - স্বপ্ন দাঁড়িয়ে , নিস্তেজ এক প্রতীক্ষা
ঋদ্ধিতাকে স্বীকার করে , স্বল্পকালীন অপেক্ষা ।।

২৬ টাও  হারিয়ে গেলো, বসন্ততের আর এক পলকে
২৭ সের পথে প্রশান্ত বিচরণ , মোহহীন মুগ্ধ চোখে  ।।