চলেছে সবাই স্বপ্নের খোঁজে,সব চেনা- অচেনাকে ছাড়িয়ে
সব আশা ভুলে হারিয়েছে সবাই, নিজের বেখেয়ালে
কত চেনা আজ হয়েছে অচেনা,এলোমেলো সব চাওয়া
প্রেমের গানে ছেদ পড়েছে,থেমেছে ইচ্ছে হাওয়া
জল্পনা-কল্পনা সব গিয়েছে জড়িয়ে,বুকে অজানা বেদনা
গিটারের তার গিয়েছে ছিঁড়ে,ভুলে গেছে সুরের ঠিকানা
নতুন করে নতুন ভাবে ,বেঁধেছে আবার ঘর
ভুলেছে সবাই নিজের সেই,ছোট্ট চেনা শহর
অভিমানি নয় কেউ এখন,করবে বা কার ওপর অভিমান
আঁকা আছে কারও ব্যাথিত বুকে,অশেষ অভাবের গান
লিখে যায় শুধু দু:খের সাতকাহন,ভুলতে চায় প্রেমের গল্প
ভালোবাসি ক্থাটা মনের ভিতর, রয়ে গেছে খুবই অল্প
কাটছে শরত্ , যাচ্ছে বসন্ত,তবুও খালি কবিতার খাতা
ভালোবাসার অ্যালবামে ধরেছে পোকা,নিঃশব্দে হাসে বিধাতা
মনের ওপর করলে কাবু-পূর্ন স্বপ্ন,সবার হবে শান্তি
লিখছে সবাই নিরাশার গল্প, যা স্বপ্ন হলেও সত্যি
মানুষের মতো নেই আর এখন,বোধ হয় এরা কেউ অন্য
অজানা উদ্দেশ্যে দিয়েছে পাড়ি,রাখেনি কিছু নিজের জন্য
তারা গোনার মিথ্যে ভালোবাসা,নেই মনে কারও আজ
চরৈবেতি মন্ত্র নিয়ে এগিয়ে চলেছে,বন্ধু হয়েছে কাজ
প্রথম জীবনে ছিল কত আকাঙ্খা,অপ্রয়োজনীয় আশা ছিল সবার
বুঝেছে এখন হয়ে সচেতন,নিজে কর্মহীন এক বেকার।।