নিজেকে দিয়েছিলাম কথা , সে অনেক অনেক আগে
ডায়েরি তখনও সাদা পাতা , ভরেনি রক্ত দাগে
গল্প তখনও হয়নি শুরু , কবিতা কল্পনায় আবদ্ধ
দিয়েছিলাম কথা লিখবো আমি , এক পৃথিবী ছন্দ
মন তখনও ছোটই ছিলো , দুঃখ আসেনি পাশে
দেখেছি স্বপ্ন , রাজকন্যা আনি- রাজপুত্রের বেশে
হঠাৎ আকাশে মেঘ জমলো , আসোনি তখনও তুমি
মেঘের খেয়ালে ভেসে গেল সে , ভিজলাম শুধু আমি
তারপর ! তারপরের সব গল্প আজ , নেই তেমন আর মনে
কল্পনা ছেড়ে বাস্তব আজ , আমার রাতের স্বপ্নে
নিজেকে দেওয়া কথা , সে অনেক অনেক আগে
ডায়েরি তখন সাদা পাতা , ভরেনি রক্ত দাগে
সেই এক পৃথিবী হয়নি লেখা , কবিতা নেই কল্পনায় আবদ্ধ
ওদের মায়া করেছে নিঃস্ব , নিয়েছে আমার ছন্দ
শর্তগুলো থাকলো বেঁচে , সম্পর্ক গেলো মরে
স্মৃতিগুলো লেগে রইলো , মনের দেওয়াল জুড়ে
দুঃখ্ লেখা শেষ - সুখ্ লাগে বেশ , লিখছি কবিতা আবার
আমার কবিতা কল্পনা ছেড়ে , বাস্তব খুজে এবার
লিখবো আমি এক পৃথিবী , এঁকেছি আবার স্বপ্ন
এসেছি আমি আবার ফিরে , হয়তো তোমারই জন্য ।।