বিন্দু বিন্দু অশ্রু কণা,পড়েছিল ঝরে যেদিন এই মাটিতে
বুক ফাটা সেই হাহাকার সেদিনও,দেইনি কাউকে বুঝতে
অনেকদিন পর কেঁদেছিলাম সেই,শেষ অশ্রু সজল কান্না
এই মায়াবিনী নিলীমার মাঝে,হারালো যখন অনন্যা।।

ছোট্ট বোন মোর,ছিল সোনার আকর,আজ চলে গেছে ওপারের জগতে
চিরঘুম নিদ্রায় গিয়েছে তলিয়ে,দাদা বলে না কেউ আমাকে

জন্মে ছিল যখন হাসছিল সবাই,ওর চোখে তখন জল
কেউ করে ঠাট্টা,কেউ করে আদর,কারো বা আনন্দে চোখ ছল ছল
এটাই সূচনা,সময়ের চাকার শুরু হল পথ চলা
কিশোর-যৌবন সবের ভবিষ্যত,ধীরে ধীরে হল বলা
কত দূর্গম একা যেতে হল,হারাতে হল কত সুখের কানন
কর্তব্যেও একা,মরলও একা,এটাই নাকি মানুষ জীবন
কত প্রতিযোগিতায় খুশির বদলে, চারিদিকে দেখেছে হতাশা
শেষ তাকে দিল আঘাত,কোমল ভালোবাসা।।

আজ রাগে-অভিমানে হারিয়েছে নিজেকে,তবু খুঁজি আমি তাকে
মিথ্যে ভালোবাসা নিয়ে কেড়ে তাকে,অন্ধ করল আমাকে
তবে অশ্রু সজল সেই বুঝি শেষ,ছিল আমার কান্না
তারপর শুধু পেয়েছি কষ্ট,পাইনি খুঁজে অনন্যা।।