আমি শুধু রইনু বাকি-আর সব গেছে চলে
সকল ধৃষ্ট্তা করে মার্জনা -রেখে গেছে বিনা সম্বলে
শ্রেষ্ট ভিক্ষা-অসীম শিক্ষা,আজ লাগে বড়ো কম
মেঘলা দিনে ,জানি না কি জন্যে,মেললো সে পেখম
মরল দেবদাস নিয়ে বিশ্বাস, ভালোবাসা নয়গো পর
তবে তার চেনা সেই ছোট্ট গ্রাম,আজ হয়েছে শহর
আজ পরিণীতারা আর বোঝে না সমাজ,ভাবি এ কেমন ভালোবাসা
লনের ধারে মিথ্যে প্রতিশ্রুতি,জল তুলি দিয়ে আঁকা মিথ্যে আশা
আমি তবু খুঁজি আশা,লিখি ভালোবাসা-তবে শুধুই তোমার তরে
নই ধনী আমি,থাকি কুঁড়ে ঘরে,এই দূরের ছোট শহরে
না আছে ধন,না আছে টাকা,না আছে মোর সম্মান
তবু আমার জগত দেখতে তোমায়,করি সাদরে আহ্বান
ওরা বলে-কে বিষাল মন তোর এমন করে,কেন দেখিছ না আর স্বপ্ন
আমি বলি -কেন? সব তো ঠিকই হল,সবই তোদের জন্য
আজও দেবদাস ছিপ নিয়ে হাতে,ভাবে পার্বতীর কথা
আজও পার্বতী অবুঝের মতো,দিয়ে যায় মনে ব্যাথা
আজও অন্ধকারে পথ করি ভুল,যদিও সব চেনা
আজও সব জেনে ভুলের বশে,তোমাদের কাছে করি বয়না
আজও অভিমানি বন্ধুর রাগ ভাঙাতে,হেরে যাই নিজের কাছে
আজও ব্যার্থ প্রেমের অনেক কাহিনী,মনে লুকিয়ে আছে
আজ সময়ের ব্যবধানে মিথ্যে লাগে সব, মিথ্যে লাগে সেই ভুলটা
তবু তোমাদের তরে রেখে গেলাম আমি, আজকের এই কাবিতা।।