রোজ বিকেলে চায়ের ঠেকে ,কাটছিলো সময় বেশ
সিগারেট ঠোঁটে দিনের শুরু , বিয়ারে রাত্রি শেষ
সাহিত্যিকটাকে আধার রাতে , কবর দিয়েছি কোন কালে
কে রাখে আর খোঁজ স্বপ্নগুলোর ! ডায়েরিটাও আজ সেকেলে

বসন্তের খাতায় দাগ পড়েছে , এক এক করে পচিঁশে
আয়ুর ঘড়িতে আর এক দম , আর এক বসন্তের শেষে।।

কাজের ফাঁকে - কফির চুমুকে , মনে পড়ে প্রাক্তনীর কথা
মিথ্যে মিথ্যে স্মৃতিচারণ , কারনে-অকারনে অযথা

অবাক হয়ে তাকিয়ে আমি , সত্যি আমি ক্লান্ত
আজকের বর্তমান লেখাছিল ডায়েরিতে,কৈশর সবই জানতো
আজকের প্রেমের পূর্ণতার আগেই , কত কিছুই না রটে
নেই আর অপেক্ষা -আবেগ এখন বলে সব মুখ ফুটে। ।