গল্পটা আমাদের একগুঁয়েমে , পুরোনো সোঁদা গন্ধে
সমাপ্তির ভয়ে মানিয়ে নেওয়া , অন্যায় আবেগের ছন্দে
অস্থিরতার জীর্ণ দেওয়াল ,নতুন কল্পনার খোঁজে ব্যস্ত
মনের মাঝে হাজার ফাটল , তবুও পুরনোতেই অভ্যস্ত ।।
সব দুর্বলতা জানার শেষে ,আপনজনরাই গিয়েছে হারিয়ে
সবটুকু বিশ্বাস -গুঁড়িয়ে রাস্তায় , তবু চেয়ে দেখা পিছন ফিরে
দূরত্বে -বিশ্বাসে ঘুন ধরেছে , মস্তিষ্কে অজানা নেশার ভর
খানিকটা আমি , বাকিটা জানে - হয়তো তাদেরই শহর ।।
সবাই ছিল গল্পের সূচনায় , হারিয়েছে এক এক করে শেষে
প্রাগৈতিহাসিক যুগের আপনজনের পরিবর্তন , ক্ষনিক বিবর্তনের রেশে ।।