জীবনের গানে বেসুরের সৃষ্টি কিংবা ভুল হয় যদি গানে
তবু সব ভুলে , দুখের বদলে
সুখ লিখে রাখি মনে
বৃথা চেষ্টা , মিথ্যে আশা সাফল্যের রাখি না খুঁজ
অন্যের তরে কাঁদি নিজে
নিজেকে করি অবুঝ
ভিড়ের মাঝে দাঁড়াই এসে বোঝো না জানি তোমরা
বিপদের কোলে ঝুঁকি ভালোবাসার তরে
মন দেয় তাতে আস্কারা
অপমান করি লোকচক্ষুর সামনে নির্জনে কাঁদি নিজে
সুখের বদলে দেই দুঃখ
ফাঁকি পড়ে যায় কাজে ।।
অসহ্য গরমে গাছ দেয় ছায়া মেঘ দেয় তাকে সাহারা
আকাশের বুকে ভালোবাসা নিয়ে
মিট মিট করে তারা
হাসির চেষ্টায় গলা কেঁপে ওঠে গড়িয়ে পড়ে চোখের জল
অলস পায়ে বসি ড্রয়িং রুমে
নিজেকে মনে হয় অচল
একদিন ছিলো প্রতিশোধের জ্বালা আজ এক আশ্চর্য রূপান্তর
মানুষ হয়ে ওঠার পাইনি সময়
অনুভূতি হয়নি বসন্তর ।।
বুকের মাঝে শুনি ভালোবাসার আহট বুঝিনা কিছু আর
জানি না তোকে বোঝাব কেমন
তুই কে আমার
আসছে আগামী , কী হবে জানি আমি হাসি মনে মনে
ভবিষ্যতের সমার্থক হয়েছে সংঘর্ষ
তাল হারিয়েছি গানে
অতীত নিয়ে করি না পরিকল্পনা করেও আছে কি লাভ
নিরবে বসে করি কল্পনা
মৃত্যুর সাথে করি ভাব ।।
একা আলপথে , কী এক নিরুদ্দেশে পথ চলি নিঃশব্দে আমি
তোমার মনের ঘরে কজন বসত গড়ে
জানো কি আজও তুমি
তাই অতীত যেন না যাই ভুলে লিখে রাখি তা মনের পাতায়
তোর থেকে আজ নিচ্ছি বিদায়
রাখলাম তোকে আমার ব্যর্থ প্রেমের খাতায় ।।