মনের কোনে মেঘ জমেছে , বর্ষা মুখর আঁখি
পুরনো ব্যাথা আড়াল করে , ডায়েরি খুলে দেখি
জানালা জানে কারণ সবই , মন খারাপের দেশের
রঙ্গিন কলম গল্প লিখে , প্রথম থেকে শেষের
ঝিরি ঝিরি বৃষ্টি দিনে - কাগজের নৌকায় ভাসানো স্ব্প্ন
মনে পড়ে নতুন করে , ফিরবে না জেনেও কখনও
তাই লিখছি আজ নতুন করে , নতুন স্ব্প্ন নিয়ে
নতুন ডায়েরি লেখা শুরু , নতুন গল্প দিয়ে
অভিমানে হঠাৎ অবুঝের মতো , হারাই তোকে আবেগে
নির্জনে এসে দেখি আমি একা , তাই খুঁজি রাত জেগে
কবিতা হোক বা গল্প কথায় - লুকিয়ে রাখি স্ব্প্ন
ভুল সময়েও করি কল্পনা , হয়তো তোমারই জন্য
রাতই জানে আমার ঘুমের খবর , ডায়েরি জানে ব্যাথা
মেঘলা দিনের নির্জনতাই শোনে , আমার মনের কথা
তবে আছি পাশে-থাকবো পাশে - হাত বাড়িয়ে পাবি দেখা
যাবই বা কোথায় তোকে ছেড়ে , আমি যে বড়ো একা
থাক ! আজ অনেক হল , এখানেই হোক শেষ লেখা
আর একদিন লিখবো বাকি - পেলে নতুনের দেখা ।।