আর তো মাত্র কয়েকটা দিন; গল্প হবে শেষ
তাই ডায়েরি কোলে আবার আমি ; ফেলে পুরনো রেশ
কষ্টে আছো,  হাসছো তবু ; ছন্দের খোঁজে মৃত্যুবাসী
সময় বুঝে কাটিয়েছো মায়া ; কাছে থেকেও প্রবাসী।।

" ভেবেছিলাম আমি বোঝাবে তুমি ; শুনবো বসে আমি
সূর্য ডুবে আঁধার হলো ; হারিয়ে গেলে তুমি (২০১০)
রাত যত গভীর হলো ; তোমার কথা ভাবি
অপেক্ষায় অপেক্ষায় ক্লান্ত আমি ; জানালা জানে দাবি  ( ২০১৭)
আমি যদি না ও থাকি ; তবুও থেকো এমন
ভালো-মন্দের মর্ম বোঝো ; শেষ করো না জীবন (২০১৮) ,,

ডায়েরি দেখে হেসে ফেলি ; গড়িয়ে পড়ে জল
রাগও হয়, আবাকও আমি ; দেখে অবিশ্বাস্য ছল
এমন প্রেম নেই হয়তো ;দূরত্ব অনেক বেশি
রোজ রোজ হয় না দেখা ; টানটা বড্ড বেশি।।


আজ ডায়েরি লিখি প্রতিজ্ঞা ভেঙে ; মনে পড়ে পুরনো কথা
জানি এর থেকেও অনেক বেশি ; তোর হাসির পিছনের ব্যথা।।