আগামীর সাথে পা বাড়িয়ে, অতীত টাকে ভুলে
নিজেকে বোঝাই-আমি পরিনত, ডায়েরির পাতা খুলে
হৃদয়-মস্তিষ্কের দ্বন্দ্ব এখন, হঠাৎ করে বন্ধ
কাজের ফাঁকে- চায়ের স্টলে, হারিয়ে গেছে ছন্দ।।
হয়তোবা অনেক কষ্ট হয়নি বলা, রয়ে গেছে কত ক্ষত
তবে অনুভূতিটাই যখন গিয়েছে মরে, থাকুক সবই ব্যক্তিগত
বন্ধু-বান্ধব ; প্রেম - ভালোবাসায়, জড়াতে চাই না আবার
কছে থাকা আজকের মানুষগুলো, সম্পর্কে শুধু পরিবার।।
হিসাবরক্ষক থেকে অপারেশন থিয়েটার, শরীরে রক্তের গন্ধ
রুগীর পরিধানে স্বল্প বস্ত্র, তবু যেনো আমি অন্ধ
অসহ্য যন্ত্রনায় - অবিরাম চিত্কারও, ব্যার্থ হুস ফেরানোর খোঁজে
মনুষ্যত্ব মরেছে - নাকি আমিই মৃত্ , ওঠা হয়নি আজও বুঝে।।
ডায়েরি কোলে আজ হয়না বসা, ফেকাসে অঝোরা শ্রাবণ
মনের দ্বন্দ্ব আজ - জানালারও অজানা, বন্ধু আজ কর্মজীবন।।