রিক্ততায় মম সুরভিত দুই আঁখি ;
চতুর্দিকে চাহিয়া শূন্য দিগন্তে ডাকি,
কোথায় তোমার রূপ, কোথায় দৈহিক
আভরণ ? বাইরে নীরবতা অন্তরে
কোলাহল ---জীর্ন আঁখিপাতে ঝরিয়াছে ---
শুষ্ক সমুদ্রস্ফেন। বহুদিনের পূর্বে  
তোমার সরস নয়নে দেখেছি মৃত্যু
ভয় ; সন্ত্রস্তে তোমার উপলিপ্ত দেহ ---
অপূর্ব দেহলাবন্য তব খসিয়াছে ----
মৃত্যুলোভে। যত্নে গড়া মাতৃস্নেহরস
পড়িয়াছে গভীর পঙ্কে। মাতৃ পালঙ্ক
উজাড় করে তরুণী যক্ষা --- চলিয়াছে
তরুণীর পথ প্রদর্শে। বেদনা সেই,
রহিয়াছে আজও; তরুণী শুধু নেই।





১৬ই আষাঢ় ১৪২৫।