চারিদিক নিস্তব্ধ নিঝুম,কোনো
এক কল্লোলিনীর শব্দ কানে
ভেসে বেড়াচ্ছে;
ঝিঁ ঝিঁ পোকা গানের আনন্দে
মাতোয়ারা,
শশীও মেঘের মধ্যে নিজেকে
লুকিয়ে নিয়েছে;
চারিদিক নিস্তব্দ নিঝুম অন্ধকার,
কার একটি গুনগুন শব্দ
দূর থেকে ছুটে আসছিল;
অজানা পথ,অচেনা রাস্তাঘাট ;
সাহসিকের মতো এগিয়ে গেলাম ;
হঠাৎ বিদ্যুতঝল্কানি,
কপাঠ বন্ধের একটি শব্দ,
তাকাতেই একগোছা ঘন
কেশরাশি নয়ন গোচর হয়,
ঘণ্টা দুয়ের মধ্যে কত
বিদ্যুৎ ঝলকানি, কিন্তু
সে কোথায়?
প্রত্যুষে ঘুম থেকে উঠেই
উন্মাদের মতো ছুটে গিয়ে
দরজার দিকে, নির্বোধের
মতো তাকিয়ে থাকি;
কিন্তু সে কোথায়? কোথায়
তার সেই কেশরাশি?