দরিদ্র কৃষক চাষের গন্ধে
লাঙল চালায় মনের আনন্দে,
সেই লাঙলে সোনার মাটি
করে উপড়ে ফেলার পরিপাটি,
মাটি কৃষকের বড়ই প্রীয়জন।
কৃষকের এই পরিশ্রমে,
ধরিত্রী মা আপন মেনে
মাটি ভেজায় বৃষ্টি এনে।
বৃষ্টির এই টিপ টিপ শব্দে
কৃষক নাচে মনের আনন্দে,
করে সে চাষের আয়োজন।
কৃষক ভাই আপন মনে
নিজের খেতে বীজ বোনে,
বোনা বীজে দেয় চাপা মাটি,
চতুর্দিকে চলে চাষের পরিপাটি,
এরপর হয় সন্ধ্যার আগমন।
কিছুদিন পর কৃষকের দৃষ্টি
করে সোনালি ফসলের সৃষ্টি,
ছট্টো সুন্দর ফসলের তাড়ি
বাহক চাষীর গরুর গাড়ি,
এইভাবে কৃষক ফসল ঝেড়ে
করে তার অন্নের আয়োজন।