ছিপছিপে সেই মেয়েটির কথা আজকে বলি শোনো
হাসতো সে যে সবসময়ই, দুঃখ ছিল না কোনো।
ছুটতো শুধুই অকারণে এখান ওখান থেকে
দুই পায়েতে তিড়িং মিড়িং চলত এঁকে বেঁকে।
দেখলে তাকেই রাস্তার ফুল, উঠতো দুলে দুলে
ঝুরঝুরে তার চুলগুলি তখন, উঠতো ফুলে ফুলে।
চুল খোলাতে বিশাল রাজি, কাজল কালো চোখে
অল্পখুশিই বিশাল আনন্দ তার, ফুটতো চোখে মুখে
খালি নাকে তার ছুরির ধার, হৃদয় দিয়েছিল চিরে
আমার আনন্দও উঠতো মেতে তাকেই ঘিরে ঘিরে।
তার চোখেতেই গভীর আলো আমার আঁধার মনে
করে দিত আলো হাসিতেই তার প্রতিটি ক্ষনে ক্ষনে।
কোমল ঠাসা চমচমে তার কচিকাচা গাল দুটি
আমার পড়ে থাকা হৃদয়ের তারে দিয়েছিল দুই খুঁটি।
ঠোঁটগুলি তার ঈষৎ কালো লালচে আভরণে
আগুন লাগাতো দেখতাম আমি আমার হৃদয় বনে।
সব পুড়ে ছায় হয়ে যেত হায়, আবার আলতো হাসি
প্রতিদিনই সে বলতো ওরে , এবার আমি আসি।
ছুটে যেত মন হৃদয়ের আগে তার ওড়নার পিছুই
ফিরে আসতো খালি হাতেই, পেত না তারা কিছুই?