আকাশ ভেঙে বজ্র আসে নেমে
ওই যে যেথায় মানব কুল, দূরেতে আজ থেমে।
কাঁপছে বাতাস হু-হু হু-হু রবে--
ছিঁড়ছে মাথা পেটের নাড়ি ফুলে
ভসভসিয়ে বেরোচ্ছে আজ ঘেঁষে।
ফুলে ওঠা সেই বুকের ঢিবি চিরে
অনুপাতে আজ হয়েছে বাটোয়ারা
সমাজে আজ ধর্ষক দল ঘিরে
ধর্ষিতা আজ, বাঁচতে দেয়নি যারা----
উরুর মাঝে মাংস খেলার দিনে
নিশ্চুপেতে কাঁপছে নীরার দেহ
নড়ছে তার বুকের ফোলা পেশি
দুলছে বাতাস মেঘের ঠোঁটে মিলে
পশ্চাদভাগে বজ্র পড়ে নিশি, আগুন লাগে
নীরার পেটের নীচে।
আকাশ ভাঙে ঘোর অমাবস্যার রাত
বুক চিরে আজ আলোর খেলা খেলা
ওই যে দূরে কাঁদছে মিছিমিছি
পনেরোতে আজ অঙ্কুর হবার বেলা,
দুই মাসেতে খানিক ভাগ বেড়ে
পাশ করা সেই নাড়ি ছেঁড়া এক লোক
জীবন থেকে জীবন নিচ্ছে কেড়ে।