উনিশ, কত জঞ্জাল বাধা পথ হেঁটে---
যৌবন, করেছে তৃপ্ত দেহের বাসরে।
প্রেম? নাকি সুপ্ত কামনা? ধরেছে দেহে,
মনের গভীরে। হিংস্র নেকড়ের মতো---
নরম মাংসল শরীরের অবশিষ্ট
রসটুকু শুষে নিচ্ছে--- ঘৃন্য বয়সের
আকাঙ্কা। লোকনিন্দিত দেহকামনার
ঘোর উলঙ্গ করেছে, যৌবনারম্ভের
এক চৌদ্দ বছরকে। প্রশ্নের উত্তরে---
প্রেমের কোনো বাধা নেই। অবশিষ্টের
কুনাম দগ্ধ করে পিতামাতাকে। সব
জেনেও চৌদ্দ উলঙ্গ হয় উনিশের
কাছে। তারপর আর কি?--- প্রেম। উনিশ
চৌদ্দর মিলনে--- নতুন প্রেমের পর্ব।






লিখিত ২রা ভাদ্র।