একটি গাছে দোয়েল ডাকে সুরে
গাছের নিচে হাবুল খেলা করে
বসন্ত আজ সর্ষে ফুলে ভরে
গরু মরেছে মাহাতোদের ঘরে।

ওই দূরেতে গভীর কালো মেঘ
বৃষ্টি ঝরায় বেনুর ভিজে চোখে
মেঘলা দিনে চাদর মুড়ে রবি
এক পসলা তারও চোখে মুখে।

ফুটপাথে সেই নাড়ি ছেঁড়া শিশু
অন্ধকারে কাঁপছে বেনুর বুক।