শূন্য কান্না, শূন্য হাহাকার;
নিরবিল এক প্রকান্ড মাঠে---
শূন্যতার বেশে --- অশূন্যে
ক্রন্দন।
হাহাকার তার জীর্ণ বেলাভূমি;
প্রকাশ্যে দেহ, অন্তরে রয়েছ তুমি,
ব্যাথা তোমা রিক্ত মম দেহ।
সর্বদাই যেন ডাকিয়াছে কেহ ---
'কোথা তুমি ? ' বলি।
অন্তরে নদী-- চোখে নাহি জল ;
দেহ শান্ত-- অন্তর মোর ক্লান্ত
প্রতিরোধে সেই ধ্বনি---
' কোথা তুমি ? '
চাহিয়া আছি শূন্য দিগন্তপানে----
ছিন্ন মানবিকতা মোর
অন্তর্ধ্যানে। মনুষ্যত্বার
শুদ্ধ পরিত্রানে ডাকি----
' কোথা তুমি ?' বলি।
অপাথেয় দুই রাস্তা---
মনুষ্যত্ব, বিবেকাত্মা খোঁজে
তার পাথেয় পরিত্রান----
' কোথা তুমি ?' বলি।
সমাজ তার জীর্ন পঁচা নালী,
বিবেক তার মনো অশুদ্ধির কালি;
চাহি সদা করিতে পরিষ্কার ---
তাই ডাকি --- ' কোথা তুমি ?' বলি।