হাজার হাসি ফুটছে আকাশ হয়ে
নদীর জলেও আবার উঠেছে চাঁদ ;
প্রেমের সুর কানের পাশ বেয়ে
জীবন মরণ অসীমের সেই খাদ।
চকচকে মা-র শকুন্তলা দুটি চোখে
গড়গড়িয়ে ভিজছে ধরাতল ;
শোকের আগুন তারই নাকেমুখে
ঝরছে রক্ত অবিরত অবিরল।
কেউ বলছে অমুক দলের কাজ
দেহ গুলিতে নিঃসাড় প্রানগুলি,
কেউ পরিয়েছে আতংবাদির সাজ
তবেই নাকি চালিয়েছে তারা গুলি।
সবই হচ্ছে দেশের মাঝে বসে
ডেমোক্রেটিক হিংসার দলাদলি----
এবার দেখছি মাটির ভাগ খসে
ওই যে শোনায় সোনার বাংলা বুলি।