বিস্ফোরণের বসন্ত পলাশ স্নাত জ্যোৎস্নার দিনে
কাটা কাটা দেহে গোলাপ ফুটেছিল
রক্তের রঙে মাখা,
আদপোড়ানো পোশাকের
হাত দূরে শরীর তার থেকেও দূরে
পা-খানি তার উরু বরাবর আরও----
একটু দূরে।
সোজা সাপ্টা পরিবারে সেদিন
নতুন ভাবে আলো জ্বলল তোমাদের,
ছবির ঝলসানো সে দেখার---
জমে থাকা বীরত্বের আঁচ আভা হয়ে
ফুটে উঠল গোটা ঘরে, গোটা বিশ্বে
এক ক্ষত দিল
সেই ভারতবাসীর বুকে, তাদের প্রদীপের জ্বলে
ওঠা কালি।
আজ বছর, কাঁপা কাঁপা গলায়
পুড়ে থাকা সেই দিনের মালায়
গোলাপে সজ্জিত দেশের বুক।
ভালোবাসার দিন, পোড়ানো ভালোবাসার
দিন।
বেশ কয়েকটা মায়ের গোলাপ রক্ত হয়ে
কালোজমাট পথে রক্তাক্ত এক দিন।
ভালোবাসি আমি, ছিঁড়ে থাকা বুক--- সেই
হৃদস্পন্দন, কান্না হয়ে ঝরেছিল মায়েদের বুকে।
ভালোবাসি ভালোবাসি!!!