আকাশ ফাটা রোদে চিড়চিড় করে পড়ে যাওয়া কাঠিগুলো----
হাহুতাশে আগামীকে পোড়াতে প্রস্তুত।
ডগার বারুদ আগুন হয়ে গেলে শেষ হতে আর কতক্ষন!
এবার ছায়া থেকে সরে, ছায়া দেবার পালা।


কাঁচা চামড়ার বাজারে গেরো গেরো কান্নার আওয়াজ
পৃথিবীকে নাড়া দেয় ধৈর্যের বাঁধে---
বাইরেতে হাসি আমি, ভেতরেতে সেও কাঁদে।
অবাদে, বিবাদে! আজ ভবিষ্যত নাড়াবার পালা।
হয়তো বা কর্ণের হেরে যাবার বেলা আর অবেলা।


আকাশের রোল আর যুবকের মাথা---
ভবিষ্যতের সুতো থেকে ছিঁড়ে যাওয়া কাঁথা। কিম্বা
হেসে ওঠা জন্ম হওয়া শিশু, সে তো নই আমি
যীশু বা দেবশিশু, তবু আজ ক্রুশ ফোটে হৃদয়ের তারে।
কাঁপা কাঁপা রোদের আলোয় আজ ভাঁপা হলো জারে।


পাহাড় ডিঙায় আজ বুকে জমা ছিঁড়ে যাওয়া সুর
হয়তো বা শূন্য ছিল, দূর থেকে দূর বহুদূর।
ওথেলোর ব্যাথা আজ যুবকের বুকে,
কর্মের দায়ভার, আর পরিবার।
মাথার উপর পোড়ে সূর্য নিথর;
কিলবিলে স্বপ্নগুলো নড়ে আর পড়ে
বুকের ভিতর।