মা !
আমি তোমায় ভালোবাসি---
তাইতো আমি ছেড়ে সব কাজ
তোমার কাছে আসি।
মা !
তোমায় ভালোবেসে,
জীবন নদের বন্যায় বীর হচ্ছে অনেক নিহত,
তাদের মৃত্যুতে অমর জীবন ---
করেছ তুমি নিয়ত।
মা!
তোমায় ভালোবেসে,
যে বিপ্লবী দিচ্ছে আপন প্রান,
তুমি কিন্তু রেখেছ সেই---
বীর সংগ্রামীর মান।
মা !
চিত্তে তুমি,প্রানে তুমি, আমার জীবন মানে তুমি,
তুমি ছাড়া পৃথিবী যেমন ---
শূন্য মরুভূমি।
মা !
আমি তোমায় ভালোবাসি----
তাইতো আমি ছেড়ে সব কাজ
তোমার কাছে আসি।