ঝিনুকের ঈদসংখ্যার জন্য লেখা আহ্বান

সুপ্রিয় প্রবীণ ও নবীন লেখিয়ে বন্ধুরা,
ঝিনুকের ঈদসংখ্যার জন্য আগামী ১৫ জুন, ২০১৫ এর মধ্যে আপনার সবচে প্রিয় তিনটি লেখা পাঠিয়ে দিন।
১) সুতনি এমজে ফন্টে অথবা পিডিএফ ফরম্যাটে লেখা পাঠাতে হবে।
২) কবিতা সর্বোচ্চ ৩০লাইন।
৩) গল্প, প্রবন্ধ, নাটক ইত্যাদি ১৫০০শব্দের মধ্যে সীমাবদ্ধ থাকতে হবে।
৪) কবি বা লেখকের পূর্ণাঙ্গ ঠিকানা, পেশা, সংক্ষিপ্ত পরিচিতি উল্লেখ করতে হবে।
৫) এক কপি রঙিন ছবি সংযোজন করতে হবে।
৬) ইমেইল আইডি ও ফোন নম্বর অবশ্যই উল্লেখ করতে হবে।
৭) কর্তৃপক্ষের সিদ্ধান্তই চূড়ান্ত সিদ্ধান্ত বলে বিবেচিত হবে।
৮) ক্ষেত্রবিশেষে ইনবক্সে পাঠানো লেখা বিবেচনা করা হবে।
লেখা পাঠানোর ঠিকানা:
সুবাস রায়
প্রধান সম্পাদক, ঝিনুক
উত্তরবাংলা কলেজ
কাকিনা, কালীগঞ্জ
লালমনিরহাট
বাংলাদেশ
info.zhinuk@gmail.com
facebook.com/roy.subash