একুশ এলেই মনে পড়ে সেই দুর্বার আন্দোলন
মনে পড়ে সেই কালথাবা আর অশুভ আগ্রাসন।
আমার মায়ের চোখের জলের বাংলা বর্ণমালা
আমার ভাইয়ের রক্তে গড়া একুশ বরণডালা
মনে পড়ে সেই স্বপ্নজয়ের মিছিল
দামাল ছেলের ভাষণ।।
রাষ্ট্রভাষা বাংলা চাই আকাশ কাঁপানো শ্লোগান
মৃত্যুঞ্জয় দামাল ছেলের মাতৃভাষার জয়গান
মনে পড়ে সেই রক্ত বর্ণমালা
বাংলা মায়ের আসন।।
আটচল্লিশ আর বায়ান্ন আমার দু:সহ যন্ত্রনা
সত্যের কাছে পরাজিত সেই অশুভ মন্ত্রনা
মনে পড়ে সেই ছেলে হারানো মাকে
(তার) কোমল আদর শাসন।।
২০ ফেব্রুয়ারি ২০১৪