আমি ব্যাপারটা ধরেই ফেলতাম,
আশু বিপদে রক্ষা,
যদি না মাদুল
- পেকে রাখতে বালিশ তলে,পানি
পড়ে রাখো, ডটে সৌভাগ্য ফেরে যদি
দিনকাল খান্ডবদাহনে পোড়াও।
এই-ই তো সুরুজ শিক্ষা দেয় আমাদের।
প্রায় আচ্ছন্ন হওয়ার-
রহস্যটা উদ্ধার করে ফেলেছিলাম,
প্রায় স্বপ্নের শেষ অব্দি দেখে
ফেলতাম যদি না কক্ষপথ বিচ্যুতির
ঝুঁকি থাকতো। আমি জেনেই গিয়েছিলাম
প্রায় জীবনের ভবিতব্য।