তাঁর লাশ ঝঞ্ঝা বিক্ষুব্ধ শাল দ্বীপে একা রেখে,
আমি ফিরে আসছি,
ফিরে আসতে চেয়েই উঠে এসেছি বিশাল জাহাজে-
অথচ চেয়ে থাকছি অসীম নীলে,
রৌদ্রে পিঠ পেতে আসলে ,
ঝাঁজ আর উত্তালতার সেতু খুঁজেছি-
একবিন্দু অশ্রু না,
কোনো ব্যথাবোধ না,
কোনো গাঙচিলের অপলক দৃষ্টি রেখে না,
তাঁকে হারিয়েছে যে,সে-ই খালি জানে
-এতোটা শূন্যস্থান মাটির বুকে জায়গা হয়না।
অন্য কখনো আবার,
অন্য কোথাও আবার।
সুতরাং,
-আজকের জন্মে ছাড়ছি,ফেলে যাচ্ছি অনন্যোপায় হয়ে,
সাগরমুখী, বিচ্ছিন্ন ও দুজন একা-
দুটো একাকীত্ব ক্রমাগত দূরত্ব বাড়িয়ে চলছে-
   এই বিশাল জাহাজটার গতির সাথে তুল্য।