দান্তের দাহ করা দাঁত থেকে নরকের যে শাখানদী
উধাও করে দিচ্ছে প্রাচীন কবর,
সেখান থেকেও জেগে উঠছে একে একে নাভি।
প্রত্যেকে মুখস্থ শব্দ লিখতে উৎসুক তবে শ্বাপদের মুখে
গড়িয়ে চলেছে, এবং ঘটনাপ্রবাহের অভিলম্বে।
ধীর হয়ে যাচ্ছে আওয়াজের বেগ, শুধু যুদ্ধে বুদ্ধ!
কোটি শব্দ গুণোত্তর সম্ভাবনা নিয়ে আমার ভাবনায়
টেক্সটের সংগ্রাম, যেনবা ডিসকোর্সের আগে।