দেখো,
চোখের তির্যকে বাধ সাধছে-
দীর্ঘ আলোকবর্ষের ইঙ্গিত,
স্প্রিং বল ক্রিয়া করবার মতো-কোষান্তরে
গতি ছড়িয়ে ছড়িয়ে পড়ছে।
স্বপ্নের বাঘ এখন সত্যি ধাওয়া করছে
(যেহেতু স্বপ্নে স্বপ্নকে,আর জীবনে জীবনকে
খুব সত্য মনে হয়)
-বিক্ষত নাকটির কল্যাণ সাধনে
কেবলই ছুটছি,গতি হারিয়ে,
পৃথিবীর সাপেক্ষে আমি স্থির!

অথচ,তুমি,তোমরা,একগোষ্ঠী একাট্টা,
সব ঠিক আছো,বিলকুল নির্জলা।