একটি দুটি সম্ভ্রমাত্মক লিরিক লিখবো বলে,
বায়ুর পলিউশনে কার্সিনোজেন বা,
কাপ কাপ ক্যাফেইন গিলে-
কাপগুলো জড়ো করি টেবিলে।
নিজেকে উচ্ছিষ্টাংশ মনে হয়,
বর্জিত, প্রত্যাখ্যাত, আনাড়ি।
অ্যাড্রেনালিন রাশ বেড়ে যায়
শুরু হয়ে যায় চিন্তাঘোড়ার লাগাম ছাড়াছাড়ি।
মোটেই দূর হয় না মন্দগুলো;
মায়ের ক্রন্দসী দোয়া সত্ত্বেও।
জড়ো হয় না কাঙ্ক্ষিত ছন্দগুলো,
অ্যামনেস্টি প্রাপ্তির পর-
ফুরফুরে নিঃশ্বাস ডুব দেয় তুলোর মতো।
কবিতারা আসেনা সামনে আর।