এ শীতেও পাইনি তোমায়,
কত শীত এলো, কুয়াশায় ঢেকে গেলো মাল্যবান- তুমি আসলে কই?
ঠাঁই না পেয়ে রাস্তার কুকুর টা যখন এলো আমার দরজায়,
তবুও তুমি এলেনা।
তুমি এসেছিলে সেই কবে, কোন এক বসন্তে।
বলে গেলে, “আসছে শীতে আবার আসছি আমি”। কই? এলে না তো!
তীব্র কুয়াশাজড়ানো সকালে রাস্তায় রাস্তায় হেঁটেছি,
গভীর রাতে কালো এক চাঁদর জড়িয়ে দাঁড়িয়ে ছিলাম বাসস্টপ এ, কই? এলে না তো!
এ আসে ও আসে তুমি আসোনা,এ শীতেও পাবো না তোমায়? কত শীত শেষে গাছে নতুন পাতা এলো, বসন্তে লাল হলো কৃষ্ণচূড়াঢাকা শহর। তুমি এলে কই?
কত জ্বর, সর্দি এলো গেলো, মহামারী এলো আবার চলেও গেলো। তোমার দেখা কই? এ শীতও হবে তুমি ছাড়া?
এক সহস্র বছর হলো, কত রাত নির্ঘুম কাটিয়ে দিলাম, কত পৌষ অপেক্ষা করলাম, কত প্রহর গুনলাম তুমি এলে কই?
আসবে না তবে বলেছিলে কেন, “আসছে শীতে আবার আসছি?”
তুমি আসবে জেনে নতুন কবিতা সাজিয়েছিলাম। ঘরে নতুন রং দিয়েছিলাম, কিনেছিলাম সাদা কানের দুল। একশো গোলাপ নিয়ে দাঁড়িয়েছিলাম শিয়রে। তুমি এলেনা!
তুমি আসবে আমরা ফের বৃষ্টিতে ভিজবো। ঝোসনায় জাগবো, বসন্তে সাজবো, শীতে কাঁপবো। আমরা ফের চোখে চোখ হাতে হাত নিঃশ্বাসে নিঃশ্বাস ফেলবো।