তুমি জানতে চাও তোমাকে কেন ভালোবাসি,
আমার নির্বিকার চেয়ে থাকা তোমার বিরক্তি বাড়ায়;
চলে যেতে চাও,
হাত জোর করে দু মিনিট চেয়ে নিই–
আমি জানি এরপর আর সুযোগ হবেনা, যা বলতে হবে এক্ষুণি;
এও জানি আমি কিছু বলতে পারবো না শুধু চেয়ে থাকবো।
আমার দু'মিনিট শেষ হওয়ার আগে তুমি চলে যাও ফিরে না তাকালেও ক্রমশ সরে যাচ্ছো দূরে–
আমি বলতে পারছি না এখনো;
আমি তোমাকে বোঝাতে পারছিনা- তোমাকে ভালোবাসা প্রয়োজন আমার,
প্রয়োজন তোমার কাছে ভালোবাসা রাখবার।
তোমার একটু যত্ন, মন খারাপ আর প্রশংসা করার জন্য হলেও তোমাকে ভালোবাসি বলাটা এখন প্রয়োজন;
প্রয়োজন তোমাকে থামিয়ে একবার বলা–
“সব কিছু অদরকারী হোক তবু তোমাকে ভালোবাসা ভীষণ দরকার।”