কিছু নিস্পৃহ চেতনায় স্বচ্ছ আলো জ্বলতে থাকে এ প্রদীপে
বুঁদ হয়ে যায় প্রেমের চৌকাঠ, অম্লতার মতো ছন্দে দারাজ কণ্ঠ সারেগামা গায়,
তার গাঢ় লাল পোশাকের ঢেউ জলোচ্ছ্বাস হয়ে পড়ে উপকূলে
নীল সাদা মেঘ হয়ে থাকতে চায় প্রেমিকের আকাশে।
অবচেতনে স্নিগ্ধতা ছড়ায় জানান দেয় মুখ খোলা হাসি দিয়ে
আমি ভবঘুরে পথিকের মতো চেয়ে থাকি, যেভাবে থাকি নির্ঘুম সমুদ্রের দিকে,
এ ধ্বংসলীলা ক্রমশ ধেয়ে আসে পাঁজর ধরে হৃৎপিণ্ডে
৯ নং মহা বিপদ সংকেত এর খবর হয়ে যায় বুক পাহাড়ে।
কিছু অনিয়মের মতো তার দৃষ্টি আমার চোখ এড়িয়ে যায়,
টের পাই কিছু একটা ভেঙেছে, জানালা ভেদ করে ঢুকতে চায় সরু হাত অথবা রক্তিম ঠোঁট,
পড়ে থাকা ধুলোবালি আমায় জাগিয়ে দিতে চায়
আমি জেগে ফের তোলপাড় হয়ে যাই ঐ জলোচ্ছ্বাসে।