এই যে আমি এভাবে অপলক দেখছি তোমায়,
এই তৃপ্তির পরিত্রাণ নিষিদ্ধ হোক!
আমৃত্যু চলুক এই দেখা,
শেষ রাত টুকুও যখন সম্পূর্ণ তার ভয়ানক নিস্তব্ধতায়;
তখন কেউ এসে যেন এই মরা গাছটায় দোলা দিলো,
মনে হলো মরা এই গাছ থেকেও যেন পাতার শব্দ আসছে।
মরা গাছের বাকল বেয়েও যেন লেপ্টে তোমার সুঘ্রাণ;
ভোর হলো,
এক চাতক পাখি ডাকছে মরা গাছটায় বসে,
তুমি! হ্যা তুমিই তো! চোখ সরাতে বলছো?
এক বিষাদ চোখ নিয়ে দেখছি যখন তৃপ্তটায় ভাসছে মরা গাছটা, পাতার শব্দে উড়ে যাচ্ছে চাতক পাখি, সূর্যের লাল আলোটাও তুচ্ছ এ মরা গাছের পাতায়।
আজ এ দেখা থামাতে পারবে না পৃথিবীর কোন যুদ্ধ!
পুতিন? ট্রাম্প? কিম জম উন? ওসব তুচ্ছ এ মরা গাছের পাতায়,
সরিয়ে নিলে তোমার চোখ! পৃথিবীর সমস্ত ক্লেশ যেন এসে জড়ো হলো মরা গাছটায়,
একি!! সব পাতাগুলো ঝড়ে যাচ্ছে কেন? কোথায় গেলো সংগ্রামী বাতাস??
বিক্ষোভ মিছিল! বিদ্ধস্ত দেশ! বাড়ছে যুদ্ধ!
থেমে গেলাম আমি!