একদিন রাতে আমার প্রচণ্ড শ্বাসকষ্ট হোক, মাথাব্যথা বাড়ুক, জল তেষ্টায় গলা শুকিয়ে যাক।
একদিন আমার মনে হোক তোমাকে শাসন করা অসম্ভব, সেদিন আমার আয়ু ফুরাক, পূর্ণিমায় আলোকিত হোক তোমার ছাদ।
সে ছাদে চামেলি ফুটুক, ক্যামেলিয়া মরে যাক আমার মৃত্যু শোকে–
প্রেম নামের বিদঘুটে বস্তুটা মুছে যাক, প্রিয়তমার ভেজা চুল শুকিয়ে যাক কোনো যুবকের হাতের ছোঁয়ায়;
আমাকে কবর দেয়া হোক কোন নির্জন রাস্তার পাড় ঘেষে; ত্রিসীমানায় কোন জনমানব না থাকুক
একটা পাতাবাহার জন্ম নিক কবরের মাটি ফেড়ে, পৃথিবীর আলো ফুরাবার আগে কেউ একজন পানি দিক সে গাছে।