জানালা ভেদ করে আসা এক ফালি রোদ তোমার মুখে পড়ে প্রতিফলিত হয় আমার হৃৎপিণ্ডে
পালস রেট বেড়ে যায়, শিরায় শিরায় ওঠে উচ্চ চাপে রক্ত
তোমাকে ডাকতে ইচ্ছে করেনা, মনে হয় সকালটা দীর্ঘ হয়না কেন?
চুপচাপ দেখে যাই!
তুমি ঘুম জড়ানো চোখে ইশারা করো আমাকে; সে ইশারায় হৃৎপিণ্ড থেমে যায়, রক্ত চাপ কমে–
উষ্ণ রোদ কোথায় যেন মিশে যায় আমাকে সঙ্গ দিতে এক কাপ লাল চা হাতে বারান্দায় বসো তুমি
শুনতে চাও আমাদের বৃষ্টিস্নাত দিনের কথা..